সুনামগঞ্জে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৭২ তরুণ-তরুণী।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জে ১২০ টাকা খরচ করে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ৭২ তরুণ-তরুণী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪ টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স এ প্রাথমিকভাবে নির্বাচিত ৭২ জনের চুড়ান্ত মেডিকেল রিপোর্ট প্রদান ও ব্রিফিং অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন।
বিকেল ৪ টায় ব্রিফিং শুরু হয়ে চলে সন্ধ্যা ৫টা পর্যন্ত।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম খানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ব্রিফিং-এ জানানো হয়, এবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে ২ হাজার ১০ জন আবেদন করে এবং ২ হাজার ৪৪১ জন শরীরিক পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৭৪ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ২০৩ জন।
চুড়ান্ত পরীক্ষায় ৭২ জন পাশ করেছে। এর মধ্যে ৬ জন নারী। অপেক্ষমান ১৩ জন রয়েছেন বলেও জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার অরো জানান, শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ব্রিফিং শেষে প্রাথমিকভাবে নিয়োগ পাওয়াদের ফুল দিয়ে বরণ করেন, উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সাংবাদকর্মীরা।
নিয়োগ পাওয়াদের বেশিরভাগ হত দরিদ্র পরিবারের সন্তান। এদের মধ্যে শর্মিলা আক্তার,সামীম আহমদ সামী, সাইফুল্লা মিয়া সহ অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেঁদে ফেলেন।
তারা জানান তাদের পরিবার খুব কঠিন অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন। চাকরীর খুব প্রয়োজন ছিল। তাদের ধারনা পুলিশের চাকরি পেতে বড় অঙ্কের ঘুষ লাগবে। কিন্ত তারা কোন আর্থিক লেনদেন ছাড়াই নিজেদের যোগ্যতায় চাকরী পেয়েছেন। সেজন্য মহান আল্লাহ্র নিকট শুকরিয়া ও পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.