টেস্টে ৮০০+ রানে রাজত্ব ইংল্যান্ডেরই
প্রতিনিধিঃ
মোঃ শাহিন
ইংল্যান্ডের স্কোর তখন ৫ উইকেটে ৭৯৯। ১৪৮তম ওভারের শেষ বলে সাইম আইয়ুবকে লং অন দিয়ে ছক্কা মারেন নয়ে নামা ব্রাইডন কার্স। ব্যস, তাতেই ফিরে এল ৮৬ বছর আগের এক স্মৃতি। ১৯৩৮ সালে ওভাল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৯০৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। তারপর দলীয় সংগ্রহে এই প্রথম ন্যূনতম ৮০০ রান টপকাল ইংল্যান্ড। মুলতান টেস্টে আজ চতুর্থ দিনে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ৮২৩ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওলি পোপের দল।
টেস্ট ক্রিকেটে দলীয় সংগ্রহ ন্যূনতম ৮০০ দেখা গেছে চারবার। এর মধ্যে তিনবারই স্কোরের পাশে ইংল্যান্ডের নাম লেখা। ইংল্যান্ড প্রথম দলীয় সংগ্রহে ন্যূনতম ৮০০ রানের দেখা পেয়েছে ১৯৩০ সালে। কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৮৪৯ রানে অলআউট হয়েছিল ফ্রেডি ক্যালথর্পের দল। ৮ বছর পর ওয়ালি হ্যামন্ডের অধিনায়কত্বে ওভাল টেস্টে নতুন কীর্তি গড়ে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টেস্টে তাঁদের সৌজন্যে প্রথমবারের মতো ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছিল টেস্ট ক্রিকেট।
টেস্ট ক্রিকেট আরও একবার ন্যূনতম ৯০০ রানের দলীয় সংগ্রহ দেখেছে। সেটি ইংল্যান্ডের ওই ইনিংসের ৫৯ বছর পর, ১৯৯৭ সালে। কলম্বো টেস্টে ভারতের বিপক্ষে ৬ উইকেটে ৯৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। টেস্ট ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর।
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.