পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে ২৭ নভেম্বর বুধবার বিকেলে মহিলা পরিষদের নিজস্ব কার্যালয়ে, পারিবারিক আইনে সমতা আনি, নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে তৃণমূলের নারী পুরুষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী মহিলা কলেজের প্রভাষক নারী নেত্রী কুমকুম ভট্টাচার্য, কাঠালিয়া পঞ্চগ্রাম সম্মিলনী বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের প্রভাষক সন্তোষ কুমার এদবর, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, গ্রাম আদালতের প্রতিনিধি পারভিন আক্তার, নারী নেত্রী নাসরিন বেগম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত