পত্নীতলায় আশা আয়োজিত মৎস্য চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
নওগাঁর পত্নীতলায় আশা আয়োজিত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হলরুমে সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১০ টায় মৎস্য চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা এর এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফিশারিজ) সবুজ কুমার চৌধুরী।
আশা’র জেলা ম্যানেজার মামুন-অর-রশীদের সভাপতিত্বে ও আশা’র জেলা সিনিয়র রিজিওনাল ম্যানেজার (কৃষি) সাইফুদ্দিনের সঞ্চালনায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. ফেরদৌস আলী, পত্নীতলা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশা’র নজিপুর অঞ্চল সিনিয়র রিজিওনাল ম্যানেজার শামিম হোসেন, আশা’র নজিপুর শাখার সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান সরদার প্রমুখ।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলার ১১টি উপজেলার তিনটি ব্যাচে মোট ৯০জন মৎস্য চাষীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.