বোরহানউদ্দিনে বাগান থেকে শিশুর মরদেহ উদ্ধার
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
ভোলার বোরহানউদ্দিনে মোঃ ইশরাক নামক ৪ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ২১ নভেম্বর সকালে ফরিদ চৌকিদারের বাড়ির পিছনের কমলা লেবুর বাগান থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিহত ইশরাক কুতুবা ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মোঃ ফরিদ চৌকিদারের একমাত্র ছেলে। সে কিভাবে মারা গেছে তা নিয়ে তার পরিবার ও বাড়ীর লোকজন কিছুই বলতে পারছেন না।
নিহত শিশুর পরিবার সূত্র জানায়, সকাল বেলা ইশরাক ঘর থেকে বের হয়ে অন্যান্য ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করছিল। খেলা শেষে সকলে ঘরে চলে গেলেও ইশরাক ঘরে ফিরেনি। তাকে না পেয়ে পরিবাররের সদস্য ও বাড়ীর লোকজন তাকে খোজঁখুজিঁ ও এলাকায় মাইকিং করে। দীর্ঘ সময় খোজা খুজিঁর পর বাড়ীর পিছনের কমলা লেবুর বাগানে তাকে পড়ে থাকতে দেখা যায়। স্বজনরা নিথর দেহ উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তবে সে কিভাবে মারা গেছে তা বলতে পারছে না কেউ। পরিবারের অভিযোগ তাকে কেউ হত্যা করে এখানে ফেলে রেখে গেছে ৷
বোরহানউদ্দিন থানার অফিসার ইনর্চাজ মো: ছিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.