পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
উপজেলার সদর ইউনিয়নের গান্ডতা গ্রামের মাসুম দোকানদারের মেয়ে মুমু আক্তার (১২) শনিবার ১৯ অক্টোবর দিবাগত রাতে ঘরের ভিতরে আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ওই সময় ঘরে কেহ ছিল না।
মুমুর মা তার ছোট বোনকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যায়। এবং তার বাবা দোকানে ছিল। মুমুর বাবা মাসুম মোল্লা দোকান থেকে ঘরে এসে তার মেয়েকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে ঘরের ভিতরে জানালা খুলে দেখতে পায় তার মেয়ে আড়াই গলায় ওড়না দিয়ে ঝুলে আছে।
তার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। উল্লেখ্য মুমু আক্তার স্থানীয় গান্ডতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলেন। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার বলেন, মুমু খুবই ভালো ছাত্রী ছিলেন এবং ক্লাসের তার রোল ১। তার মৃত্যু কিছুতেই সহ্য করার না।
স্থানীয় সূত্র জানা গেছে, মুমু শরীরের রং ছিল কালো প্রকৃতি। অনেকে তাকে কালোজিরা ও কালা মুমু বলে ডাকত। তাদের ধারণা রাগে ক্ষোভে স্কুল ছাত্রীর আত্মহত্যার কারণ হতে পারে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনার সততা স্বীকার করেছেন।
এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সোলায়মান জানান, এলাকাবাসূত্রে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত