বরগুনার বামনায় পাথরঘাটা থেকে ছেড়ে আসা- চট্টগ্রাম গামী বলেশ্বর পরিবহন উল্টে খাদে পড়ে যায় এতে প্রায় ৬/৭ জন আহত হয়েছে। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
আজ ২৮ অক্টোবর সোমবার সকাল ৬:৪৫ মিনিটে পাথরঘাটা হইতে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহন ঢাকা মেট্র-ব-১১৮৮০৩ বাসটি, বুকাবুনিয়া ইউনিয়নের জয়নগর বাজার সংলগ্ন জোমাদ্দার বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কের বাহিরে উল্টে পড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসময় গাড়ির ভিতরে থাকা যাত্রীদের মধ্যে ৬/৭ জনের মত আহত হয়েছে। তাদের মধ্যে আহত ৩ জনকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্য আহত যাত্রীরা ডৌয়াতলা সৌদি প্রবাসী হাসপাতলে চিকিৎসার জন্য প্রেরণ করা হয় বলে জানা গেছে। তবে কোন নিহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে এই রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত