কোস্টগার্ড পশ্চিম জোনের অভিযানে অস্ত্র ও হরিণের মাংস সহ আটক-৩
প্রতিনিধিঃ
কাজী ওমর ফারুক , মোংলা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযানে
১টি ৯ মি:মি: পিস্তল, ২ টি ফাঁকা ম্যাগাজিন ও ১ রাউন্ড তাজা গোলা সহ ১জন অস্ত্র ব্যবসায়ী ও মোংলা উপজেলার বিসিজি বেইস মোংলা কর্তৃক আনুমানিক ৪৭ কেজি হরিণের মাংস সহ ২ জন হরিণ শিকারী কে আটক করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন।
সোমবার (৪ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান কোষ্টগার্ড পশ্চিম জোন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ নভেম্বর) আনুমানিক সাড়ে ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কয়রা কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন ঘোলা ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি ৯ মি:মি: পিস্তল, ২টি ফাঁকা ম্যাগাজিন, ১ রাউন্ড তাজা গোলা সহ ১জন অস্ত্র ব্যবসায়ী কে আটক করা হয়। আটক মোঃ আবু জাকারিয়া রাজু (৪০) সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানার বাসিন্দা।
মোঃ আবু জাকারিয়া রাজুর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র, ফাঁকা ম্যাগাজিন, তাজা গোলা ও আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্থান্তর করা হয়।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে একইদিন আনুমানিক ১১: ৪৫মি: বিসিজি বেইস মোংলা কর্তৃক মোংলা থানাধীন মোংলা নালা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি কাঠের বোট তল্লাশি করে আনুমানিক ৪৭ কেজি হরিণের মাংস সহ ২ জন হরিণ শিকারী কে আটক করা হয়।
আটক মোঃ আসাদুল ইসলাম (২৭) ও মোঃ সয়দার শিহাব উদ্দিন (১৯) মোংলা উপজেলার বাসিন্দা। জব্দকৃত হরিণের মাংস ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডাইংমারি ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.