বৈশম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এমদাদুল হত্যার বিচার চাইলেন বিএনপি’র নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া উপজেলা ধাওয়া মাধ্যমিক বিদ্যলয় মাঠে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কার সম্বলিত ৩১ দফার বই ও ক্যালেন্ডার বিতরণ উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ দাবী করা হয়।
ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আঃ রশিদ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধন অতিথির বক্তব্য দেন, বিএনপি নেতা ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবে ভিপি মো. মাহমুদ হোসেন মিয়া আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম সোহাগ, ভাণ্ডারিয়া পৌর বিএনপি’র আহবায়ক আঃ মান্নান হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা মাহফুজ উজ্জল, মিরাজুল ইসলাম,ফাহিম সিকদার, ওবায়দুল শরীফ, আহমেদ যুবায়ের, এসকে শিকদার প্রমূখ।
প্রধান অতিথি মাহমুদ হোসেন তার বক্তৃতায় বলেন, একটি জীবন অনেক দামী। ছাত্র আন্দোলনে নিহত ধাওয়ার সন্তান এমদাদুলকে আমরা আর কখনও ফিরে পাবো না। এমদাদুলরা জীবন দিয়ে দেশের ভোটার অধিকারসহ সকল অধিকার ফিরিয়ে দিয়েছে। তিনি বলেন, এমদাদুলসহ সকল হত্যাকান্ডের বিচার এদেশের মাটিতে হবে। তিনি আরও বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। তারেক রহমান ঘোষিত ৩১ দফার ম্যাসেস প্রতিটি মানুষের কাছে পেঁৗছে দিতে হবে।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত