পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় সরকারি জনতা কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ আবু হাসনাত আরেফিন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার শাখা পটুয়াখালী'র উপপরিচালক মোঃ জুয়েল রানা, দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যক্ষ মোঃ আঃ লতিফ হাওলাদার, দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ। উপজেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে সরকারি জনতা কলেজ বনাম সেভেন হাউস অংশগ্রহণ করে।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত