গাজীপুরের শ্রীপুরে যৌথ বাহিনীর উদ্যোগে অভিযান পরিচালনা করে অবৈধ দখল দারদের কবল থেকে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ৬ একর বনভূমি উদ্ধার করা হয়েছে। বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ দখলীয় বনভূমি উদ্ধার কার্যক্রম পরিচালনার সময় দখলদারদের হামলায় এসি ল্যান্ড ও বেকুর চালকসহ ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে দুইটি ভেকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড এবং রেঞ্জ কর্মকর্তার গাড়ি।
এদিকে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় এক মহিলা মারা গেছে এমন গুজব ছড়িয়ে দখলকারীরা সঙ্গবদ্ধ হয়ে অভিযান পরিচালনা কারীদের ওপর হামলা ও ইট পাটকেল ছুরে।
মঙ্গলবার(২৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেনা সদস্য
র্যাব, আনসার,উপজেলা প্রশাসন ও বন বিভাগের প্রায় দেড়শতাধিক জনবল নিয়ে শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর রেঞ্জের ইজ্জতপুর ও কাফিলাতলী গ্রাম এলাকায় এ উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ জানান,ঢাকা বিভাগীয় সহকারী বন সংরক্ষক সামসুল আরেফিন,শ্রীপুর সরকারি কমিশনার(ভূমি) আতাহার সাকিল,রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা, গাজীপুরের পোড়াবাড়ি ওয়াইল্ড লাইফ সেন্টার, ৪৬ ডিভ লকেটিং আর্টিলারী ক্যাপ্টেন অর্ণব শ্রীপুর থানার ওসি(অপারেশন) নয়ন কর সহ সেনা সদস্য,র্যাব, আনসার,উপজেলা প্রশাসন ও বন বিভাগের প্রায় দেড়শতাধিক জনবল নিয়ে
সকাল থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, সকাল থেকে উচ্ছেদ অভিযান সুষ্ঠুভাবে পরিচালিত হলেও বিকেলে ইজ্জতপুর বাজারে অবৈধ দখলদার সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করার সময়, তাদের বাড়ির এক মহিলা মারা গেছে এমন গুজব ছড়িয়ে অবৈদ দখলদার সিরাজুল তার ছেলে মাসুদ ও মাহবুব ওই গ্রামের কিছু লোককে ভূল বুঝিয়ে সঙ্ঘবদ্ধ করে অভিযানকারীদের উপর হামলা চালায়।
বনভূমি উদ্ধার
এতে শ্রীপুর সরকারি কমিশনার (ভূমি) আতাহার শাকিল, ২ টি ভেকুর চালক রাসেল মোকামি ও হাকিম মোল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িচালক হানিফ, অফিস সহকারী আরফান, রেঞ্জ কর্মকর্তা গাড়ি চালক লিটন ও আশিক নামের অপর একজনসহ ১০ জন আহত হয়েছে। আহতদের শ্রীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলায় দুইটি ভেকু, উপজেলা নির্বাহী কর্মকর্তা,এ সিল্যান্ড ও রেঞ্জ কর্মকর্তার গাড়ি ভাংচুর করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযান পরিচালনার সময় আমাদের টিমে শ্রীপুর উপজেলা স্হাস্হ্য কমপ্লেক্সের এক ডাক্তার ছিলেন, তিনি তাৎক্ষণিক ওই মহিলাকে দেখে স্বভাবিক বলে জানান। অহেতুক দখলদার কারীরা গুজব ছড়িয়ে আমাদের ওপর হামলা চালিয়ে অভিযান কার্যে ব্যাঘাত ঘটান।
ঢাকা বন বিভাগের সরকারি বন সংরক্ষক শামসুল আরেফিন জানান ,যৌথ বাহিনীর এ অভিযানে বন বিভাগের জায়গায় অবৈধ ভাবে গড়ে কুলা ১২০টি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এতে বন বিভাগের ৬ একর জায়গা উদ্ধার করা হয়েছে, যার মূল্য প্রায় ৫৫ কোটি টাকা হবে বলে তিনি জানান।
এ অভিযান অব্যাহত থাকবে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত