উপকূলে দুর্যোগ সচেতনতায় গাম্ভীরা ও নাটক প্রদর্শনী।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
পটুয়াখালীর কলাপাড়ায় একশন প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা জাগোনারী বিভিন্ন এলাকায় গাম্ভীরা ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে ও বিকাল ৩টায় মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুর্যোগে করণীয় সচেতনতামূলক পরামর্শবার্তা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয় মানুষের মাঝে পৌছানো ও গণসচেতনতা প্রদর্শনী হয়েছে ।
জানা গেছে, জার্মান ফেডারেশন ফরেন অফিসের অর্থায়নে সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায় প্রকল্প এলাকার বিভিন্ন হাট-বাজার, খেলার মাঠ ও জনগুরুত্বপূর্ণ স্থানে চলে এসব প্রদর্শনী।
উপজেলার মহিপুরে সকাল ১০টায় প্রকল্পের ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মহিপুর কো অপারেটিভ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। জাগোনারী র প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস এর সঞ্চালনায়, ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান, সদস্য, শিক্ষকবৃন্দ, ভলান্টিয়ার ও দুর্যোগে বিপদাপন্ন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মিস্ত্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিকাল ৩টায় প্রকল্পের ব্যবস্থাপক জনাব কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান প্রিন্সের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদ্বোধন করেন লতাচাপলী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো : মিজানুর রহমান, বক্তব্য রাখেন ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মস্তফা, সিপিপি উপজেলা ডেপুটি টীম লিডার মো: শফিকুল আলম সহ উপস্থিত সকলে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান দেখে মুগ্ধ হয়েছেন এবং এই আয়োজনের খুবই প্রশংসা করেন।
এ বিষয়ে শিক্ষার্থী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পটুয়াখালীর উপকূলীয় এলাকায় প্রাকৃতিক ঝড় বন্যা এবং জলোচ্ছ্বাস প্রতি বছর কম-বেশি ক্ষতি করে। সবুজ বন অঞ্চল দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে বনাঞ্চল রক্ষা করার বিকল্প নেই। জাগোনারীর এই প্রদর্শনীর মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বন অঞ্চল রক্ষা, দুর্যোগ কালীন সময়ে করণীয় বিষয়গুলো জানতে পেরে ভালো লেগেছে।
সিপিপি কলাপাড়া উপজেলা ডেপুটি টীম লিডার মো: শফিকুল আলম জানায়, নাটক ও জারি গানের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন খুবই ভালো একটি উদ্যোগ। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই প্রদর্শনটি উপভোগ করেছে। বিশেষ করে আমার কাছে খুব ভালো লেগেছে। জাগোনারীর এই উদ্যোগকে সাধুবাদ জানাই।
জাগোনারীর প্রকল্প কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, জাগোনারী বরগুনার একটি সংস্থা। ২৬ বছরের পথ চলা। জাগোনারীর উদ্যোগে দুর্যোগ এন্টিসিপেট প্রোগ্রাম করতেছি। সেইভ দ্য চিলড্রেন বাংলাদেশ এর সার্বিক সহায়তা ও রাইমসের কারিগরি সহায়তায় দুর্যোগের আগাম প্রস্তুতি ও সচেতনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছি। প্রাকৃতিক ঝর বন্যা এবং জলোচ্ছ্বাসে পটুয়াখালীর এই নিম্ন অঞ্চল বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতির হাত থেকে প্রান্তিক জনগোষ্ঠী জেলে,কৃষক, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষকে সচেতনতার বার্তাটি পৌঁছে দিচ্ছি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.