ময়মনসিংহে পুলিশ সদস্য হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) হত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে নগরীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধন করেন।
মানববন্ধনে নিহতের স্বজনরা বলেন, গত ১১ অক্টোবর সকাল ১১ টার দিকে নিহত মিন্টু মিয়া ও তার বড়ভাই ইব্রাহিম তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে জাহাঙ্গীর, সুজন, দেলোয়ার, আরমান, রুহুল আমিন, খায়রুল ইসলাম, সৌরভ, নাজমুলসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়, এতে পুলিশ সদস্য মিন্টু মিয়া ও ইব্রাহিম গুরুতর আহত হয়। স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করে। অপরদিকে ইব্রাহিমের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউতে ভর্তি করানো হয়।
তারা আরও বলেন, এ ঘটনায় নিহত মিন্টু মিয়ার ছেলে আলী ইমাম হোসেন মিতুল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করলে পিবিআই ও র্যাব যৌথ অভিযান চালিয়ে ফরিদপুর থেকে ৩ নাম্বার আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে। এরমধ্যে ৫ নাম্বার আসামি রুহুল আমিন জামিন নিয়ে এলাকায় এসে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানাল এলাকাবাসী।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত পুলিশ সদস্য মিন্টু মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা খাতুন, ছেলে আলী ঈমাম হোসেন মিতুল, বড় ভাই মোঃ ইব্রাহিম মিয়া, ভাগ্নে মোঃ রুবেল হোসেন, ভাগ্নে বউ স্মৃতি আক্তারসহ প্রমূখ।
মানববন্ধন শেষে নিহতের স্বজনরা ন্যায় বিচার পেতে রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.