ফেনীর সীমান্তে অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেন (৪বিজিবি)
প্রতিনিধিঃ
হাসনাত তুহিন, ফেনী
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকা হতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) ৩৭, ০৩, ৭৫০=টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেন। গত ২৬ অক্টোবর রাতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর দায়িত্বপূর্ন এলাকা ছাগলনাইয়া, ফুলগাজি এবং মিরসরাই উপজেলার অন্তগর্ত খেজুরিয়া, দেবপুর, ছাগলনাইয়া, চম্পকনগর এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকা হতে বিজিবি সদস্যগন চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী-৫২০ পিস, গরু ০৬টি, পেন্সিডিল ৪০ বোতল এবং হুইস্কি ৪৭ বোতল জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য রয়েছে ৩৭,০৩, ৭৫০=টাকা।জব্দকৃত মালামাল ফেনী শুল্ক গুদাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তথ্যসূত্রে নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে তাদের এই অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.