মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিকদের পরিচিতি সভা অনুষ্ঠিত।।
প্রতিনিধিঃ
মো. জহিরুল ইসলাম, কুয়াকাটা
পটুয়াখালীর মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিক নামে নতুন সংগঠনের সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় মৎস্য বন্দর মহিপুরের সুগন্ধা মার্কেটে এ পরিচিত সভার আয়োজন করা হয়।
এসময় সংগঠনের সভাপতি মিলন হাওলাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো তরিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ৬নং মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো ফজলু গাজী,বরগুনা পাথরঘাটার ফিটার সংগঠনের সভাপতি শাজাহান, ওসি তদন্ত অনিমেষ।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাজাহান মোল্লা, সহ সভাপতি হিসেবে কামাল হোসেন মন্টু ফিটার, যুগ্ম সাধারণ সম্পাদক,সজিব মুন্সি, ক্যাশিয়ার মো নান্টু ফিটার, দেলোয়ার হোসেন সহ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,শ্রমিক রা একে অপরের ভাই ভাই,আমরা ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলব। আমরা একসাথে কাজ করলে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারব।
সংগঠনের বিষয়ে জানতে চাইলে সভাপতি মো: মিলন হাওলাদার বলেন, সংগঠন বা সমিতি মানে হল ঐক্য,। এতদিন আমাদের কোন ঐক্য ছিল না। আজকে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের ঐক্য তৈরি হলো। এই সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারব।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, সংগঠন মানুষকে শৃঙ্খলা এনে দেয়। পরিচিত সভায় আসতে পেরে আমার ভালো লেগেছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য সকল সহযোগিতা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.