কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর নবনির্বাচিত সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান।।
প্রতিনিধিঃ
মো.জহিরুল ইসলাম, কুয়াকাটা
দেশের অন্যতম পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাঈদ (আরটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান (এশিয়ান টিভি)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি) সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি) অর্থ সম্পাদক মনির হাওলাদার (বাংলা টিভি) দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি) নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস) মনিরুল ইসলাম (জিটিভি) নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি) জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন) ও শহিদুল ইসলাম (কলকাতা টিভি)। ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিচালনা করবেন।
নব-নির্বাচিত সভাপতি কাজী সাঈদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সকলের সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে সামনে অগ্রসর হবো। দেশের দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেক্ট্রনিক মিডিয়ায় তুলে ধরতে এ সংগঠন কাজ করবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.