আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার পেলেন কফিল ও সোমা
প্রতিনিধিঃ
‘আবু খালেদ পাঠান সাহিত্য পুরস্কার’ পেয়েছেন কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদ এবং কবি ও প্রাবন্ধিক আফরোজা সোমা। শিগগির তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার তুলে দেওয়া হবে। প্রত্যেককে পুরস্কারের নগদ অর্থমূল্য ২৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার পুরস্কার কমিটির আহ্বায়ক ফয়সাল আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কিশোরগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত আবু খালেদ পাঠান স্মরণে ‘আবু খালেদ পাঠান ফাউন্ডেশন’ প্রথমবারের মতো এ পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে।
শিক্ষাবিদ আবু খালেদ ১৯৩৭ সালের ২৬ জুন কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ৩৫ বছর শিক্ষকতা করেছেন। যুক্ত ছিলেন সাংবাদিকতায়ও। কিশোরগঞ্জ প্রেস ক্লাব প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন। লেখালেখি করেছেন স্থানীয় ও জাতীয় দৈনিকসহ অনেক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকীতে। এ ছাড়া জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের গুরুভার পালন করেন। ২০২৩ সালের ১১ অক্টোবর তিনি প্রয়াত হন।
কবি ও সংগীতশিল্পী কফিল আহমেদের জন্ম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায়। তিনি মূলত লিটল ম্যাগাজিনকেন্দ্রিক সাহিত্যচর্চায় মনোযোগী ছিলেন। আর আফরোজা সোমা সাহিত্যচর্চার পাশাপাশি পেশায় বিশ্ববিদ্যালয় শিক্ষক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.