বরিশাল জেলার বাকেরগঞ্জে রূপান্তরের আয়োজনে আইন সহায়তা এ্যাকটিভিটি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা অডিটরীয়মে বাংলাদেশ প্রেসক্লাব বাকেরগঞ্জ সভাপতি অধ্যাপক ও সিনিয়র সাংবাদিক জাকির জমাদ্দারের সভাপতিত্বে দি ইউএস আইডি আইন সহায়তা এ্যাকটিভিটির অর্থায়নে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহায়তায় এবং রূপান্তরের বাস্তবায়নে কমিনিটি চেঞ্জ এজেন্টে গ্ররুপ সদস্যদের ওরিয়েন্টেশন সভায় বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার সদস্যবৃন্দ অংশ গ্রহন করে।
সভায় আইন সহায়তা প্রদানে সকলকে কাজ করার জন্য আহবান জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা সয়ক আতাবুর রহমান টিপু,রূপান্তর প্রতিনিধি ঝুমুর কর্মকার,বাকেরগঞ্জ উপজেলা স¤œয়কারী নুসরাত জাহান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপুস্থিত ছিলেন।
© ২০২২ - ২০২৪ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত