ভোলা সদর উপজেলার জামায়াতের আমির নির্বাচিত হলেন মাওলানা কামাল হোসেন
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক
আবু জাহান কবির,ভোলাঃবাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নুতন আমীর জনাব মাওঃ মোহাম্মদ কামাল হোসেন।
শুক্রবার ২২ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা শাখার দু’শতাধিক রুকন ভাই বোনদের গোপন ভোটে পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হন মাওলানা মোহাম্মদ কামাল হোসেন।
জেলা অভ্যন্তরীন নির্বাচন পরিচালক, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব মাষ্টার মোঃ নূরুল ইসলামের ব্যাবস্থাপনায় সহকারী নির্বাচন পরিচালক জনাব অলি উল্লাহ কবির ও মাষ্টার মোঃ বেলায়েত হোসেনের পরিচালনায় নির্বাচনের কার্যক্রম পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। নির্বাচন পরিচালক জনাব মাষ্টার মোঃ নূরুল ইসলামের সুচনা বক্তব্য ও জনাব মাষ্টার মোঃ বেলায়েত হোসেনের নির্বাচনে বিবেচ্য বিষয় গঠনতন্ত্রের ৭২ ধারা উপস্থাপনের মাধ্যমে ব্যালট পেপার সরবরাহ করা হয়।
রুকনগন মতামত লিখে ব্যালট বাক্সে জমা দেন। নির্বাচন বিভাগ ভোট গননা করে ফলাফল জানান দিলে মুহতরাম জেলা আমীর জনাব মাষ্টার মোঃ জাকির হোসেন নির্বাচিত আমীর জনাব মাওঃ মোহাম্মদ কামাল হোসেনকে গঠনতন্ত্রে উল্লেখিত শপথ বাক্য পাঠ করান।
উপজেলা আমীর নির্বাচিত হওয়ার প্রেক্ষিতে উপজেলা মজলিশে শুরা নির্বাচন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.