হাসিনাকে খুশি করতে গিয়ে পুলিশ বাহিনী দেশকে ধ্বংস করছে : মেজর হাফিজ।
প্রতিনিধিঃ
মোঃ কবির হোসেন চাপরাশি, তজুমদ্দিন, ভোলা
আমরা দেশে নির্বাচিত জনগণের সরকার দেখতে চাই এটি না হলে এই দেশে আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। জনগণের ভোটাধিকার অর্জনের জন্য সংগ্রাম করেছে বিএনপি।
এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে বিএনপির দুই হাজারের অধিক নেতাকর্মি জীবন দিয়েছে। যদি এদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হবে তাদের সম্মতিতে সব কাজ গ্রহণ করতে হবে।
আশা করি সরকার অতি অল্প সময়ে ব্যবস্থা নিবে। আমরা চাই এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক। রবিবার (১৭ নভেম্বর) তজুমদ্দিন উপজেলা ছাত্রদল, সরকারি কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিকাল ৫টায় ডাকবাংলো হলরুমে উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম। তিনি আরো বলেন, এদেশে পুরাতন পুলিশ বাহিনী সবগুলি দূর্ণীতিবাজ এরা দেশেকে ধ্বংস করেছে শেখ হাসিনাকে খুশি করতে গিয়ে।
তিনি আরো বলেন, বাংলাদেশের আন্দোলন বিশ্ববাসীকে আকর্ষণ করেছে তারা দেখেছে বাঙালী সাহসী জাতী। আমরা আশা করবো জুলাই-আগষ্টের শহীদদের আতœত্যাগ সফল হবে। আমি আশা করি সরকার আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দেশে নির্বাচন দিবে।
আ’লীগের ষড়যন্ত্রের নিকট বর্তমান অন্তবর্তী সরকার দূর্বল বাজারে আ’লীগের সিন্ডিকেট ভাংতে না পারায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করা সম্ভব হচ্ছে না। নির্বাচিত সরকার থাকলে সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে নিয়ে আসতেন।
এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহয়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মহিবুল্যাহ নাগরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.