বেতাগীতে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জনসাধারণের দুর্ভোগ
প্রতিনিধিঃ
লিটন কুমার ঢালী, বেতাগী, বরগুনা
উপকূলীয় জনপথ বরগুনার বেতাগীতে ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে জনসাধারণের দুর্ভোগ। উপকূলে গতকাল বুধবার গভীর রাত থেকে বৃষ্টি হচ্ছে। দুপুরের জোয়ারে বেতাগীর বিষখালী নদীর অথৈ পানিতে হাবুডুবু খাচ্ছে। বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি এক ফুট বেড়েছে। বিষখালী নদী পাড়ের জেলে বাসিন্দারা নদীতে মাছ ধরা থেকে বিরত আছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেতাগী বদনীখালী খেয়াঘাটের রাজিব জানায়, এমন ঘূর্ণিঝড়ের কথা শুনলে তাদের আতঙ্কে দিন কাটতে হয় ও জনজীবন কর্মহীন হয়ে পড়ে, নদীর পাড় ভেঙে বসতি-বাড়ি ঘর ভেঙে যাওয়ার আশংকা থাকে। বেতাগীতে রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে। আকাশ ঘনকালো মেঘে ঢেকে রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাঝারি ধরণের বৃষ্টি হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভারি বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির সঙ্গে রয়েছে দমকা বাতাস। বিষখালী নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি এক ফুট বেড়েছে। এছাড়া বিষখালী নদী উত্তাল রয়েছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ বলেন, ‘বৃহস্পতিবার ভোর রাত থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে ভারী বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে বইছে দমকা হাওয়া। সকাল থেকে উপকূলের সব নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল প্রস্তুত রয়েছে। এখনও পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.