পরীক্ষার আগের দিন ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলা রাষ্ট্রভর্তিবিরোধী , জড়িতরা অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাদাগ্রস্ত করছে — কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগের রাতে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনাকে ‘রাষ্ট্রবিরোধী’ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিষয়টি রাষ্ট্রবিরোধী, ঘৃণ্য ও নিন্দনীয় কর্মকাণ্ড। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা বিশ্ববিদ্যালয় তথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায়।
এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনায় ছাত্রদলের একজনকে বহিষ্কার করা হয়েছে। করা হয়েছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিটি বিলুপ্ত করা হয়েছে
শুক্রবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত পৌনে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও এলাকাবাসীর সঙ্গে ছাত্রলীগের সমর্থক শিক্ষার্থীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় ফটকের সামনে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ছাত্রদলের সাঁটানো ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনার জের ধরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.