বামনায় সেচ্ছাসেবী সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
মোঃ শাকিল আহমেদ, বামনা( বরগুনা)
বরগুনার বামনায় উপজেলার সকল সেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত হয়েছে সেচ্ছাসেবী সম্মেলন।
আজ বুধবার(১৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী বামনা উপজেলা পরিষদ হল রুমে সকল সেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সমন্বয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা নৌবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট জাকির হোসেন, বামনা থানা এস আই তদন্ত মোহাম্মদ সেলিম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সম্মেলনে গত ৫ আগস্টের পরে সংকটময় পরিস্থিতিতে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার বিষয় বক্তারা আলোকপাত করেন।
সম্মেলনে উপস্থিত ছিল রেড ক্রিসেন্ট বিডি ক্লিন আলোকিত সমাজ এস,এ, টি,এফ সহ অন্যান্য সেচ্ছাসেবী প্রতিষ্ঠান।
সংগঠনগুলোর প্রতিনিধিরা উল্লেখ করেন ৫ আগস্ট এর পরে সবাই যেভাবে একত্রে কাজ করেছেন, পূর্বে তারা সেভাবে একসাথে কাজ করতে পারেননি বিভিন্ন রাজনৈতিক বাঁধার সম্মুখীন হয়েছেন। সংগঠনগুলো একে অপরের সাথে সমন্বয় সাধন সম্ভব হয়নি। বিগত আড়াই মাস তারা একসাথে এলাকার উন্নয়নে কাজ করে গেছেন। ভবিষ্যতেও তারা এভাবেই একে অপরের সাথে সহযোগিতাপূর্ণ ভাবে কাজ করতে চান।
সভায় বক্তারা স্বেচ্ছাসেবকদের একসাথে কাজ করার জন্য একটা নতুন প্ল্যাটফর্ম তৈরির বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
সম্মেলনে সেচ্ছাসেবক সৈয়দ এম এম নাহিদ হাসান সাত দফা প্রস্তাব উত্থাপন করেন। সকলে একসাথে চলার জন্য নতুন প্লাটফর্মের কার্যক্রম ও রূপরেখা সম্পর্কে তিনি আলোকপাত করেন। শিঘ্রই সকলের সাথে আলোচনার মাধ্যমে নতুন প্লাটফর্মের নাম ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের আশাবাদ ব্যাক্ত করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.